Bengali | Press Trust of India | Thursday June 20, 2019
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া(Bhatpara), জগদ্দল এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাটপাড়ায় সক্রিয় কিছু সমাজবিরোধী এবং দুষ্কৃতী। তাদের সঙ্গে যোগ দিয়েছে বহিরাগতরা, তারা এলাকায় শান্তি বিঘ্নিত করছে। এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাফ”। ব্যারাকপুর কমিশনারেটের এলাকাগুলি, বিশেষ করে ভাটপাড়া. বিশেষ নজর রাখছে রাজ্য সরকার। ভাটপাড়া (Bhatpara) বিধানসভা উপনির্বাচনের পর ১৯ মে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। রাজ্য সরকারের পদস্থ আধিকারিক জানিয়েছেন, ব্যারাকপুর কমিশনারেটের বিশেষ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের এডিজি সঞ্জয় সিংকে।
www.ndtv.com/bengali