Bengali | Edited by Indrani Halder | Saturday April 11, 2020
করোনা (Coronavirus) সংক্রমণের বাড়বাড়ন্তকে রুখতে পশ্চিমবঙ্গও কী এবার 'ভিলওয়াড়া মডেল' অনুসরণ করেই এগোতে চাইছে? রাজ্য (West Bengal) সরকারের তরফ থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে যে এবার তাঁরাও রাজস্থানের ভিলওয়াড়ার (Bhilwara) মতোই এখানকার কিছু সংক্রমণ প্রবণ এলাকাকে একেবারে সিল করে দিতে চলেছে। অর্থাৎ ওই অঞ্চলগুলোতে কোনও ব্যক্তি বাইরে যেতে বা আসতে পারবেন না। বরং প্রশাসনের তরফ থেকেই হটস্পট হিসাবে চিহ্নিত করা এলাকাগুলোতে খাদ্যদ্রব্য-ওষুধ সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হবে।
www.ndtv.com/bengali