Bengali | Edited by Debanish Achom, Biswadip Dey | Sunday August 18, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ভুটানের ‘‘উজ্জ্বলতম মন’’-দের উদ্দেশে ভুটানকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন কঠোর পরিশ্রমের সাহায্যে। তাঁর মতে ‘‘তরুণ হয়ে ওঠার জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না।’’ থিম্পুতে রয়্যাল ইউনিভার্সিটি অফ ভুটান-এর পড়ুয়াদের উদ্দেশে এদিন সকালে একথা জানান প্রধানমন্ত্রী। ভুটানে এটা মোদির দ্বিতীয় সফর। ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই তাঁর প্রথন ভুটান যাত্রা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভুটান নিজের প্রচেষ্টায় উঁচুতে উড়তে শুরু করলে তোমাদের ১৩০ কোটি ভারতীয় বন্ধুরা কেবল তাকিয়ে দেখবে না। তারাও গর্ব ও খুশির সঙ্গে উল্লাস করবে। তারা তোমাদের সহযোগী হবেন, তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের থেকে শিখবে।’’ তিনি আরও বলেন, ‘‘আজ বিশ্ব আগের চেয়ে অনেক বেশি সুযোগ দিচ্ছে। তোমাদের সেই শক্ষি ও ক্ষমতা রয়েছে অসাধারণ কিছু করার। যা আগামী প্রজন্মকেও প্রভাবিত করবে। নিজেদের সত্যিকারের আহ্বানকে বোঝা ও তার জন্য পূর্ণ উদ্যম নিয়ে ঝাঁপাও।’’
www.ndtv.com/bengali