Bengali | Press Trust of India | Friday July 12, 2019
বিধানগরের মেয়র সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন কাউন্সিলররা। সেই প্রস্তাব খারিজের আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এদিন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি পেশ করেন বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের আইনজীবী। সোমবার মামলাটির শুনানি হতে পারে। বৈঠক করতে চেয়ে, সব্যসাচী দত্তকে(Sabyasachi Dutta) ৯ জুলাই নোটিশ পাঠান কাউন্সিলররা। সেই নোটিশকে বেআইনি বলে মন্তব্য করে হাইকোর্টে সব্যসাচী দত্তের আর্জি, এই নোটিশ খারিজ করা হোক। সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পুরসভার ৪১ জন কাউন্সিলর। তারপরেই তাঁকে নোটিশ পাঠানো হয়। নোটিশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন সব্যসাচী দত্ত।
www.ndtv.com/bengali