Bengali | Press Trust of India | Monday July 15, 2019
বিল্ডিং এবং অন্যান্য প্রতিষ্ঠান তৈরির জন্য কলকাতায় জলাধার এবং সংলগ্ন এলাকাগুলি অবৈধভাবে ভরাট করা হচ্ছে, সোমবার এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে আদালতের উপলব্ধি, এইভাবে চলতে থাকলে, খুব দ্রুত এখানেও জলসঙ্কট তৈরি হবে।বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, জলাধারগুলি ভরাট করা হচ্ছে, এবং সরকার এই বিষয়ে কিছুই করছে না। বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি বলেন, সরকার ছাড়া, বাকি সবাই বুঝতে পারছে, চারিদিকে কী হচ্ছে। মেয়র পদ থেকে তাঁকে সরাতে চেয়ে কয়েকজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।
www.ndtv.com/bengali