Bengali | Edited by Indrani Halder | Friday June 5, 2020
ভয় থেকেই কি ভক্তি আসে? বিহারের (Bihar) একটি ঘটনা থেকে তো এমন প্রশ্নই উঠছে সাধারণের মনে। সম্প্রতি নীতীশ রাজত্বে এক আজব ঘটনার সাক্ষী থাকতে হলো। ভারত তথা গোটা বিশ্বই যখন করোনা ভাইরাসের (Coronavirus) ত্রাসে জবুথবু, ঠিক তখন ওই মারণ ভাইরাসকে 'মা' বলে, 'দেবী' বলে পুজো করা হল বিহারের বক্সারে (Buxar)। করোনা রোগটি যাতে তাঁদের প্রিয়জনের শরীরে জাঁকিয়ে না বসে, সেই প্রার্থনাতেই 'করোনা মা' (Corona Mai) এর পুজো করলেন বহু মহিলা। রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে ওই মহিলারা করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গামাটিতে পুঁতে দিলেন।
www.ndtv.com/bengali