Bengali | Edited by Indrani Halder | Tuesday July 21, 2020
মাঝেমাঝেই নিজের মন্তব্যের কারণ বিতর্কে জড়ান ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার একটি জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়েন তিনি (Biplab Deb) । ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ে যদিও তিনি ক্ষমা চেয়ে নেন। আসলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হরিয়ানার জাঠদের সঙ্গে বাঙালির তুলনা টেনে তিনি বলেছিলেন, "জাঠদের শারীরিক গঠন মজবুত হলেও তাঁদের বুদ্ধি কম। তাঁদের সঙ্গে শারীরিক ভাবে পেরে ওঠা না গেলেও বুদ্ধি দিয়ে হারানো সহজ। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে বাঙ্গালীদের পরিচয় তাঁদের বুদ্ধির জন্য, মেধার জন্য। বাঙালিদের মেধাকে কেউ অতিক্রম করতে পারে না।"
www.ndtv.com/bengali