Bengali | Edited by Indrani Halder | Monday January 20, 2020
আগেও সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেতাজির প্রপৌত্র তথা বিজেপি নেতা চন্দ্র কুমার বসু,এবার আরও একবার দলের বর্তমান পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল তাঁকে। 'আমাদের কাজ হল মানুষকে বোঝানো যে আমরা সঠিক আর ওঁরা ভুল। তবে এটা বোঝাতে গিয়ে কোনওভাবেই অশালীন হওয়া যাবে না। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলেই আমরা সন্ত্রাসের রাজনীতি করতে পারি না। আমাদের মানুষের কাছে যেতে হবে সিএএর সুবিধার কথা বোঝাতে', বলেন তিনি (Chandra Kumar Bose)। এর আগে নাগরিকত্ব আইনের বিরোধিতায় (Citizenship Amendment Act) টুইট করে চন্দ্র কুমার বসু লেখেন,"ভারত এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষই থাকতে পারেন"।
www.ndtv.com/bengali