Bengali | NDTV | Wednesday August 8, 2018
কাল রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বিরোধী দলগুলি। প্রথমে কংগ্রেস প্রার্থীকে নিয়ে কিছুটা আপত্তি ছিল বিরোধী শিবিরের। কিন্তু শেষমেশ বিজেপি বিরোধিতার প্রশ্নে সমর্থন দিতে রাজি হয় বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে লড়াই করছেন কর্নাটকের সাংসদ বিকে হরিপ্রসাদ। তাঁর সঙ্গে লড়াই হচ্ছে জেডিইউয়ের প্রথমবারের সাংসদ হরিবংশ নারায়ন সিংয়ের। এনডিএ-র অন্যতম শরিক অকালি দল হরিবংশকে সমর্থন দেবে বলে শোনা যাচ্ছে।
www.ndtv.com/bengali