Bengali | Written by Biren Bhattacharya | Sunday August 11, 2019
ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক কেমন, তা লিখে বা বলে প্রকাশ করা সম্ভব নয়। আমরা যারা বাংলাভাষা নিয়ে কাজ করি, তাদের কাছে এই ভাষার গুরুত্ব অনেক। শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেক ভাষারই নিজস্ব কতগুলো ধরণ আছে, বিভিন্ন ভাব প্রকাশের ধাঁচ আছে, আর্ট আছে। ভাষা তো শুধুমাত্র ভাব বা কোনওকিছু প্রকাশের মাধ্যম নয়, ভাষার সঙ্গেই জড়িয়ে রয়েছে সেই অঞ্চলের বা জনজাতির কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা। ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়, সেই জনজাতির সংস্কৃতি, কৃষ্টি। ফলে ভাষার গুরুত্ব অনেক। সেই কারণে আমরা এই ভাষায় সবসময় কথা বলি, সারদিন নানা কাজকর্ম থেকে শুরু করে বিতর্ক, চায়ের কাপে বিতর্কের তুফান তুলেও, সারাজীবনে এই ভাষাটা সঠিকভাবে জানতে পারি না।
www.ndtv.com/bengali