Bengali | NDTV | Saturday March 2, 2019
সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণীর আজ ইংলিশ কোর (English Core)নপরীক্ষা ছিল। সারা ভারত জুড়ে এই পরীক্ষায় 12,23, 291 ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছিল।কিন্তু আজ দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষার প্রশ্ন পত্র হাতে পেয়েই পরীক্ষার্থীদের মাথা খারাপ হয়ে যায়। পরীক্ষায় ছয় নম্বরের এমন একটি প্রশ্ন দেওয়া হয়েছে, যা বাচ্চাদের সিলেবাসে ছিল না। সিবিএসই-র এই একটা ভুলের জন্য পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ক্ষতিপূরণসূচক নম্বর (Compensatory Marks)-এর দাবি করে বসেছে।
www.ndtv.com/bengali