Bengali | Edited by Biswadip Dey | Monday January 27, 2020
সোমবার অসমের নিষিদ্ধ বোরো জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড তথা এনডিএফবি-র সঙ্গে সরকারের একটি চুক্তি (Bodo Agreement ) স্বাক্ষরিত হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)জানিয়েছে্ন, এই চুক্তি অসমের বোরো অঞ্চলের উন্নতিতে সাহায্য করবে। এই চুক্তিকে ‘ঐতিহাসিক চুক্তি’ আখ্যা দিয়ে অমিত শাহ বলেন, এই চুক্তি স্থায়ী হতে চলেছে। তিনি বলেন, ‘‘আমরা চুক্তিটি করতে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখেছি। সমস্ত প্রতিশ্রুতি সময়মতো পূর্ণ করা হবে।’’
www.ndtv.com/bengali