Bengali | NDTV | Tuesday December 25, 2018
অসমে সবথেকে বড় রেলরোড ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি দেশের সবথেকে বড় রেলব্রিজ। এর শিলান্যাস হয়েছিল ১৯৯৭ সালে। ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলব্রিজ তৈরি ব্রহ্মপুত্র নদের ওপর.ডিব্রুগড় এবং ধেমাচিকে যুক্ত করবে এই ব্রিজ। এই ব্রিজ তৈরির ফলে ডিব্রুগড় এবং ধেমাচির মধ্যে 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে না। এছাড়াও সামরিক দিক থেকেও এই ব্রিজের গুরুত্ব যথেষ্ঠ। এই ব্রিজের ওপর দিয়ে যেমন ট্যাঙ্ক যাতায়াত করতে পারবে, তেমনই যুদ্ধবিমানও নামতে পারবে এখানে।
www.ndtv.com/bengali