Bengali | Edited by Indrani Halder | Tuesday November 12, 2019
স্ত্রী পাগলের মতো পছন্দ করতেন বলিউডের হিরো (Bollywood actor) হৃত্বিক রোশনকে (Hrithik Roshan)। এই খবর জানার পর থেকেই মনে মনে ফুঁসতেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা দিনেশ্বর বুধীদাত। শেষপর্যন্ত চরম পথ বেছে নিলেন তিনি। শুধুমাত্র ঈর্ষা ও সন্দেহের জেরে নিজের স্ত্রীকে ছুরি মেরে হত্যা কলেন বছর ৩৩-এর ওই ব্যক্তি। স্ত্রীকে খুন করার পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার (suicide) পথে বেছে নেন তিনি।
www.ndtv.com/bengali