Bengali | Edited by Indrani Halder | Saturday August 15, 2020
অ্যাদ্দিন পরে কি তবে সত্যি হতে চলেছে চাঁদের বাড়ির (Buildings on Moon) স্বপ্ন? বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল গবেষক দিচ্ছেন এই স্বপ্ন সত্যি হওয়ার হাতছানি। তাঁদের দাবি, চাঁদের (Moon) মাটিতে ইট তৈরি করার প্রক্রিয়া তাঁরা মাথা খাটিয়ে বের করে ফেলেছেন। আইআইএসসি এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্য়মে ইট জাতীয় উপাদানে (Bricks with Urine) পরিবর্তিত হতে পারে।
www.ndtv.com/bengali