Bengali | NDTV | Friday June 28, 2019
জাপানের ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। সম্মেলনের মধ্যেই এক দ্বিপাক্ষিক বৈঠকে তাঁরা ব্যবসা, প্রতিরক্ষা ও ৫জি-র মতো নানা বিষয় নিয়ে আলোচনা করলেন। পাশাপাশি BRICS নেতাদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মোদি বলেন, ‘‘সন্ত্রাসবাদ মানবতার কাছে সবথেকে বড় বিপদ।’’ তিনি জানান, কেবল নিরীহ মানুষদের হত্যা করাই নয়, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করে। ব্যবসায়িক শুল্ক ও রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির মতো বেশ কিছু বিষয়ে মতানৈক্য তৈরি হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। সেই পরিস্থিতিতে মোদি-ট্রাম্প বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল। বৃহস্পতিবার মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানেও বিবিধ বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বুলেট ট্রেন প্রকল্প ও পলাতক অর্থনৈতিক অপরাধী প্রসঙ্গ। দু’দিনের জি২০ সম্মেলনে মোদি ট্রাম্প সহ ১০জন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। শুক্রবারই এই সম্মেলন শুরু হয়েছে।
www.ndtv.com/bengali