Bengali | Edited by Indrani Halder | Monday July 6, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) উপদ্রবে একেই নাজেহাল সারা বিশ্ব, তার মধ্যে আবার করোনা আঁতুরঘর চিনে এক নতুন মারণ রোগের বাড়বাড়ন্ত দেখা গেল। সেদেশের (China) সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চিনের উত্তরাংশের একটি শহরে বিউবোনিক প্লেগের ফলে মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, এই রোগ (Bubonic plague) খুব দ্রুত অন্যদের মধ্য়েও ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা করে মঙ্গোলিয়ার মতো জায়গাগুলোতে তৃতীয় স্তরের সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে।
www.ndtv.com/bengali