Bengali | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday June 17, 2019
সপ্তদশ লোকসভার (Loksabha) প্রথম অধিবেশনের প্রথম দিন ছিল আজ। শপথ নিলেন সাংসদরা। সেই দিনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) অনুপস্থিত থাকলেন। কেন তিনি এলেন না, তা জানা গেল বিকেলে— লোকসভায় তাঁর অনুস্থিতি নিয়ে গুঞ্জনের পর। ৫৪২ জন সাংসদদের শপথগ্রহণ শুরু হল আজ। প্রথমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে শপথগ্রহণ করেন অস্থায়ী স্পিকার বীরেন্দ্র কুমার। পরে তিনি সাংসদদের শপথগ্রহণে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণের সময় ‘‘মোদি, মোদি'' ধ্বনি উঠল। তখনই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাংসদ রামদাস আটাওয়ালে উঠে দাঁড়িয়ে জানতে চান কোথায় রাহুল গান্ধী। বিরোধী বেঞ্চ থেকে আওয়াজ ওঠে, ‘‘তিনি এখানেই আছেন এবং আসবেন।'' কিন্তু রাহুলকে(Rahul Gandhi) দীর্ঘ সময় ধরে দেখা যায়নি।
www.ndtv.com/bengali