Bengali | NDTV | Tuesday July 3, 2018
দিল্লীতে একই পরিবারের 11 জন সদস্যের মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে তাদের মধ্যে আটজন গলায় দড়ি দিয়েছে এবং কোনওরকম স্ট্রাগল ছাড়াই তাদের মৃত্যু হয়েছে, পিটিআই রিপোর্টে জানা গেছে। এর মধ্যে ওই পরিবারের বয়োজ্যেষ্ঠা 77 বছরের নারায়ণ দেবীও রয়েছেন। উত্তর দিল্লীর বুরারি অঞ্চলে ভাটিয়া পরিবারের তিন প্রজন্মের মানুষের একসঙ্গে মৃত্যুর খবরে রবিবার চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার এক প্রতিবেশী তাদের মুদিখানার দোকান বন্ধ দেখে খোঁজ নিতে এলে মৃত্যুর ঘটনা সকলের সামনে আসে। পুলিশ এখনও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেনি। ওই বাড়িতে মোক্ষলাভের উপায় পরপর লেখা বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়েছে এবং তারপর পুলিশ খুনের মামলা দায়ের করেছে।
www.ndtv.com/bengali