Bengali | Asian News International | Monday July 29, 2019
বড়বাজারের এক ব্যক্তির থেকে ১৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় সোমবার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল নিম্ন আদালত। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে মুকুল রায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানিয়েছেন, চলতি বছরের শুরুর দিকেই তাঁকে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিলেন তদন্তকারীরা। তিনি আরও জানিয়েছেন, কলকাতা পুলিশের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দাখিল করা মামলাটি এখনও বকেয়া পড়ে রয়েছ। তিনি বলেন, “এমনিতেই, দিল্লি হাইকোর্টে মামলা করার পরেও নোটিশ পাঠানো হয়েছে, সম্ভবত বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে”।
www.ndtv.com/bengali