Bengali | Written by Indrani Halder | Friday February 21, 2020
ছোটবেলার কলকাতা বলতে এখনও হয়তো অনেকের চোখে ভাসে লাল রঙের ডাবল ডেকার বাস। নধরকান্তি শরীরে ধীরেসুস্থে অসংখ্য যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছে সে (Double-Decker Bus)। সময়ের সঙ্গে সঙ্গে তিলোত্তমা (Kolkata) থেকে হারিয়ে যায় ওই দোতলা বাসগুলি, হারিয়ে যায় অনেক নস্টালজিয়াও। কিন্তু এবার শহর কলকাতায় ফের ফিরছে ডাবল ডেকার বাস, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সরকারি পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শহরের রাস্তায় ফের দোতলা বাসগুলি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনেই আবার ফিরে আসছে সেই দোতলা বাসের ঐতিহ্য। পরিবহণ দফতরের তত্ত্বাবধানে তৈরি রাখা হয়েছে নতুন কয়েকটি ডাবল ডেকার বাসকে (Bus)। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাস থেকেই শহরের রাস্তায় ফের ছুটে চলতে দেখা যাবে দোতলা বাসগুলিকে, খবর পরিবহণ দফতর সূত্রে।
www.ndtv.com/bengali