Bengali | Edited by Indrani Halder | Thursday February 20, 2020
তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরে ট্রাক থেকে পাত্র গড়িয়ে ধাক্কা মারল একটি যাত্রিবাহী বাসকে। ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাসের কমপক্ষে ১৮ জন যাত্রীর। পুলিশ জানিয়েছে, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি বড়সড় কনটেনার বা পাত্র গড়িয়ে পড়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা (Tamil Nadu Accident)। কেরল সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে আসছিল। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে যে, দ্রুতগতিতে চলার সময় ট্রাকটির টায়ার ফেটে গেলে সেখান থেকে কনটেনার বা পাত্রটি ছিটকে এসে রাস্তায় গড়িয়ে পড়ে। সেই সময়ই উল্টোদিক থেকে যাত্রিবাহী বাসটি আসছিল। কনটেনার বা পাত্রটি গিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে দুর্ঘটনাটি (Bus Accident) ঘটে।
www.ndtv.com/bengali