Bengali | Written by Indrani Halder | Friday May 15, 2020
১৮ মে থেকে দেশ জুড়ে লকডাউন ৪.০ (Coronavirus Lockdown) জারি করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই মধ্যেও বিভিন্ন রাজ্যে স্থানীয় পর্যায়ে বাস, ট্যাক্সি, অটো চালানোর ভাবনাচিন্তা করছে সরকার। সেই মতো পশ্চিমবঙ্গেও (West Bengal) চলবে বেসরকারি বাস। তবে যে গণপরিবহণগুলো রাস্তায় নামবে তা সবই যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব রাখা আবশ্যিক। স্বভাবতই তাই বাসগুলোতে যাত্রী সংখ্যা সীমিত হবে। আর এই বিষয়টি নিয়েই ভাবনাচিন্তা করে একটি নতুন ভাড়ার (Bus Fare) তালিকা দিয়েছে কলকাতার (Kolkata) বেসরকারি বাসমালিক সংগঠন।
www.ndtv.com/bengali