Bengali | Edited by Biren Bhattacharya, Indrani Halder | Monday June 1, 2020
দেশে কৃষকদের (Farmer) হাতে যাতে আরও টাকা আসে, অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কৃষকরা যাতে আরও টাকা পান, সেজন্য আরও ১৪টি ফসলের সর্বনিম্ন দাম নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। সোমবারের ক্যাবিনেট বৈঠকে (Cabinet Meet) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এদিনের নিরাপত্তা ও আর্থিক বিষয়ক ক্যাবিনেট বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প( MSME) এবং খুচরো বা রাস্তার বিক্রেতাদের নিয়েও গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া হয়।
www.ndtv.com/bengali