Bengali | Edited by Indrani Halder | Tuesday October 29, 2019
নিজেদের কাছে থাকা বোমা ফেটেই মৃত্যু হল ৩ সন্দেহভাজন ব্যক্তির। মনে করা হচ্ছে ওই তিনজন গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার মুর্শিদাবাদ জেলায় তাদেরই সঙ্গে থাকা একটি দেশি বোমা ফেটে (bomb blast) গেলে সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ওই তিন সন্দেহভাজন গবাদি পশু পাচারকারীর (cattle smugglers), এমনটাই জানিয়েছে বিএসএফ । ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) আধিকারিকরা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চোরাচালান করার জন্য অনেক সময়েই চোরাচালানকারীরা তাঁদের সঙ্গে থাকা পশুর ঘাড়ে সকেট বোমা বেঁধে রাখে। ওই তিনজনের মৃত্যুর পাশাপাশি গরু পাচারের জন্য কুখ্যাত ফারজিপাড়া গ্রাম থেকেও গবাদি পশু নিয়ে সীমান্ত পারাপারের সময় আহত হন আরও একজন সন্দেহভাজন চোরাচালানকারী । আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
www.ndtv.com/bengali