Bengali | NDTV | Thursday May 2, 2019
লাবণ্য বালকৃষ্ণন শুনতে পায় না। এই পৃথিবীর কোনও উচ্ছ্বাস বা অমোঘ বিপন্নতার কোনও শব্দই পৌঁছয় না তার কানে। কিন্তু, তাই বলে তো লড়াইটা থেমে থাকে না আর! বৃহস্পতিবার প্রকাশ পেল সিবিএসই'র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। সেখানে ৫০০'র মধ্যে ৪৮৯ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করল লাবণ্য। সংবাদসংস্থা আইএএনএস'কে সে বলছিল, “আমি নিজের রেজাল্টের খবরটি পেয়ে আনন্দ চেপে রাখতে পারিনি। এই খবরটি আমার আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিল। লড়াই করার জন্য আত্মবিশ্বাসটা তো সবথেকে বেশি জরুরি”। দ্বাদশ শ্রেণিতে তার যে যে বিষয়গুলি ছিল, সেগুলি হল- ইংরেজি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, চারুকলা এবং হোম সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানে ১০০'তে ১০০ নম্বর পেয়েছে লাবণ্য।
www.ndtv.com/bengali