Bengali | NDTV | Wednesday July 31, 2019
শেষ পর্যন্ত দুই দিন ধরে রহস্য জনক ভাবে উধাও হয়ে যাওয়া ক্যাফে কফি ডে-র (সিসিডি) (Cafe Coffee Day) প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের (VG Siddhartha) মৃতদেহ পাওয়া গেল নেত্রবতী নদীর ধরে। মৃতদেহটি উদ্ধার হয়েছে বুধবার সকালে। ভারতের কফি রেস্তোঁরা গুলির সর্ব বৃহৎ চেন 'ক্যাফে কফি ডে'-এর প্রতিষ্ঠাতা ছিলেন ভিজি (VG Siddhartha) । কর্ণাটকের উপকূলীয় শহর মঙ্গলুরুতে যাওয়ার সময় সোমবার রাতে সিদ্ধার্থ (VG Siddhartha) রাস্তা থেকেই নিখোঁজ হন। একই সঙ্গে তাঁর লেখা একটি চিঠি থেকে জানা গেছে যে, তার ওপর 'ঋণদাতাদের প্রবল চাপ ছিল'। সিদ্ধার্থকে (VG Siddhartha) খুঁজতে, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), কোস্টগার্ড, হোম গার্ড, ফায়ার ডিপার্টমেন্ট এবং উপকূলীয় পুলিশ সেতুর নীচে তল্লাশী চালায়, যেখানে ৬০ বছর বয়সী সিদ্ধার্থকে শেষবারের মতো দেখা যায়। পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, শেষ বারের মতো কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম.কৃষ্ণার জামাতা সিদ্ধার্থকে সোমবার রাতে দক্ষিণ কন্নড় জেলার কোট্টাপুরা এলাকার নেত্রবতীর ব্রিজের কাছে দেখা গেছিল।
www.ndtv.com/bengali