Bengali | Edited by Indrani Halder | Monday September 23, 2019
২০২১ সালের আদম শুমারিতে (Census 2021) মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। দিল্লিতে এক অনুষ্ঠানে অমিত শাহ (Amit Shah) বলেন, "২০২১ সালের আদম শুমারিতে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। কাগজে কলমে শুমারি করার থেকে এবার ডিজিটাল শুমারিতে রূপান্তরিত করা হবে বিষয়টিকে।" ২০১১ সালে ভারতের সর্বশেষ আদমশুমারিটি হয়েছিল যখন দেশের জনসংখ্যা ছিল ১২১ কোটি। এই বছরের মার্চ মাসে, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে পরবর্তী আদম শুমারিটি (Census) ২০২১ সালের ১ লা মার্চ রেফারেন্সের তারিখ হিসাবে গণ্য করা হবে।
www.ndtv.com/bengali