Bengali | NDTV | Thursday October 25, 2018
অপেক্ষাকৃত তরুণ আধিকারিককে সংস্থার অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগ করা হয়েছে। কিন্তু এনডিটিভি জানতে পেরেছে অন্তর্বর্তীকালীন প্রধান নাগেশ্বর রাও-র কর্ম জীবন ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। তথ্য বলছে 2015 সালে নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দেন। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকর্তা ছিলেন অনিল সিনহা। আর সে সময় সংস্থার কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটয়ের প্রধান ছিলেন অমিতাভ সিং ধিলন। নাগেশ্বর রাও সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছিলেন তিনি। সেখানে দুর্নীতির কারণ উল্লেখ করে নাগেশ্বরকে সিবিআইতে অন্তর্ভুক্ত করতে বারণ করেছিলেন অমিতাভ। তবে তৎকালীন অধিকর্তা বা কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব শোনেনি। তখন থেকেই কাজ শুরু করেন নাগেশ্বর।
www.ndtv.com/bengali