Bengali | Indo-Asian News Service | Wednesday April 10, 2019
Lok Sabha elections 2019: আগামীকাল শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব (Lok Sabha elections 2019)। রাজ্যে (West Bengal) থাকবে ৮৩ কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী (Armed Central Forces)। তার সঙ্গেই থাকবে রাজ্য পুলিশের বাহিনীও। এছাড়াও থাকছে মোবাইল প্যাট্রোলিং ইউনিট এবং কুইক রেসপন্স টিমও। আগামীকাল যে দুই লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এই রাজ্যে, সেই কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারে (Alipurduar) ভোটারের সংখ্যা যথাক্রমে ১ কোটি ৮০ লক্ষ এবং ১ কোটি ৬৪ লক্ষ। কোচবিহারে বুথের সংখ্যা ২,০১০'টি। আলিপুরদুয়ারে ভোটগ্রহণ কেন্দ্র ১,৮৩৪'টি। এই দুই জেলাকেই নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক সীমান্তও। স্বচ্ছ নির্বাচন করার জন্য যথাযথ ‘ব্যবস্থা' নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন, তার ছাপ এই দুই লোকসভা কেন্দ্রের সর্বত্র।
www.ndtv.com/bengali