Bengali | Edited by Indrani Halder | Wednesday March 18, 2020
"আদেশের অবজ্ঞা করা হয়েছে", টেলি-বকেয়া আদায় করা নিয়ে গড়িমসিতে কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এর আগে টেলি-সংস্থাগুলিকে (Telecom) তাদের বকেয়া পরিশোধের জন্যে সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court)। সেই রায়েরই পুনর্বিবেচনার জন্যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে কেন্দ্র। টেলিকম সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এর বকেয়া অর্থের পরিমান বিপুল হয়েছে, অথচ তা পরিশোধ করেনি টেলি সংস্থাগুলি, কেন এ বিষয়ে সরকারের (Central Government) তরফ থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেই কেন্দ্রকে তিরস্কার করে আদালত। বিচারপতিরা এই ঘটনাকে "আদালতের আদেশকে উপেক্ষা করা হচ্ছে", এই হিসাবেই দেখছেন।
www.ndtv.com/bengali