Bengali | Edited by Indrani Halder | Friday December 13, 2019
দেশের রাজধানীতে দাঁড়িয়ে এবার দিল্লির মোদি সরকারকে তীব্র বাক্যবাণে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ (TMC MP) ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় সরকার যে ধরণের নিয়ম জারি করছে তাতে যেন মনে হচ্ছে “দেশে দ্বিতীয় জরুরি অবস্থা চলছে”, বলেন তিনি (Derek O'Brien)। বৃহস্পতিবারই দেশ জোড়া বিক্ষোভ উপেক্ষা করে নাগরিকত্ব সংশোধনী বিলকে আইনে পরিণত করেছে কেন্দ্র (Central Govt)। কিন্তু তারপরে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। ত্রিপুরা এবং অসমের পর এখন সিএবি বিরোধী বিক্ষোভের আগুন জ্বলছে মেঘালয়েও। কিন্তু এর মধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নয়া নির্দেশিকা জারি করেছে যে দেশের সংবাদমাধ্যমগুলিতে দেশবিরোধী কোনও কিছু দেখানো যাবে না।
www.ndtv.com/bengali