Bengali | NDTV | Tuesday July 24, 2018
চন্দন মিত্র বিজেপির রাজনীতিতে বড় নাম। প্রথম থেকেই বাংলার তুলনায় দিল্লিতেই বেশি সক্রিয় চন্দন। দু’বার রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। কিন্ত দিন কয়েক আগে থেকে তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করে। রাজনৈতিক মহল থেকে বলা হতে থাকে চন্দনের সঙ্গে বিজেপির সম্পর্ক খারাপ হয়েছে। আর তাই নাকি তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি। এরপর দল ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। কিন্ত এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, বিজেপির প্রতি কোনও ক্ষোভ নেই। বিজেপি তাঁকে সাংসদ হওয়ার সুযোগ করে দিয়েছে। তাছাড়া নানা গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন তিনি। কিন্ত মানুষের হয়ে কাজ করার জন্যই দল ছেড়েছেন।
www.ndtv.com/bengali