Bengali | Edited by Indrani Halder | Thursday January 23, 2020
নেতাজি সুভাষ চন্দ্র বসু হিন্দু মহাসভার (Hindu Mahasabha) "বিভাজনমূলক রাজনীতির" বিরোধিতা করেছিলেন, তিনি বরাবরই ধর্মনিরপেক্ষ ও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেছিলেন, নেতাজির জন্মদিনে (Subhas Chandra Bose's Birth anniversary) এভাবেই যেন বিরোধী দল বিজেপি ঘুরিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার জন্যে ফের দাবি করলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। দার্জিলিংয়ে নেতাজির (Subhas Chandra Bose) জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দেশবাসীকে মনে করিয়ে দেন যে, "হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, নেপালি- সবার পাশে দাঁড়াতেন নেতাজি। সওয়াল করতেন ধর্মনিরপেক্ষতার পক্ষে।" এরপরেই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন তৃণমূল নেত্রী। "এখন ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা চলছে। আর এমন করে হিন্দু ধর্মেরই বদনাম করছে বিজেপি", বলেন মুখ্যমন্ত্রী।
www.ndtv.com/bengali