Bengali | Biren Bhattacharya | Monday September 9, 2019
আশা ছাড়ছেন না ইসরোর (ISRO) বিজ্ঞানীরা, চন্দ্রযান-২ (Chandrayaan 2) এর ল্যান্ডার বিক্রমের (Vikram lander) সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা, জানা গিয়েছে, সেটি চন্দ্রপৃষ্ঠে দ্রুত অবতরণের পর হেলে পড়ে রয়েছে। বিক্রমের মধ্যে রয়েছে রোভার প্রজ্ঞান (Pragyan rover), শনিবার ভোররাতে চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে থাকাকালীন হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেই সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
www.ndtv.com/bengali