Bengali | Biren Bhattacharya | Saturday September 7, 2019
চাঁদের পৃষ্ঠে ধীরে ধীরে অবতরণ., এবং দক্ষিণ মেরুর রহস্য উন্মোচনের প্রচেষ্টায় ধাক্কা, শনিবার ইসরোর তরফে ঘোষণা করা হয়, চাঁদের পৃষ্ঠে অবতরণের কিছুক্ষণ আগে, চন্দ্রায়ণ-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চন্দ্রায়ণে ছিল রোভার প্রজ্ঞান, অবতরের কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসার কথা ছিল তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন ইসরো সেন্টারে, তাঁকেই প্রথমে পরিস্থিতি ব্যাখা করেন ইসরো প্রধান কে শিভান।
www.ndtv.com/bengali