Bengali | Biren Bhattacharya | Tuesday August 20, 2019
Chandrayaan 2 to Enter Moon Orbit: উৎক্ষেপণের ৩০ দিন পর, লক্ষ্যের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে Chandrayaan 2। আজ সকাল ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ক চাঁদের কক্ষপথে যানটিকে তোলার আপ্রাণ চেষ্টা করবে ISRO। এটাই সবচেয়ে কৌশলতম কাজ, তার কারণ, যদি প্রত্যাশার থেকে বেশী গতিবেগে যানটি চাঁদে পৌঁছায়, তাহলে তা মহাশূন্যে হারিয়ে যাবে। আবার যদি, খুব গতিবেগে তা চাঁদের পৌঁছায়, তাহলে চাঁদের মহাকর্ষ তাকে আকর্ষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়বে Chandrayaan 2।
www.ndtv.com/bengali