Bengali | Edited by Indrani Halder | Thursday October 24, 2019
এ যেন ছিল রুমাল হল বিড়ালের মতো ঘটনা। চিনের (China) একটি পাণ্ডা ক্যাফেতে (Panda Cafe) গেলে আপনি দেখতে পাবেন ছোট ছোট কতগুলি পাণ্ডা ঘুরে বেড়াচ্ছে। এক ঝলকে দেখে ওদের পাণ্ডা (dog dyed like pandas) বলে ভুল হলেও ভাল করে দেখলে বুঝতে পারবেন, ওগুলো আসলে চাউ চাউ ডগ নামের এক ধরণের কুকুর প্রজাতি। ওই কুকুর ছানাগুলোকে রং করে পাণ্ডার মতো বানানো হয়েছে বলে জানা গেছে। আর কুকুর ছানাকে রং করে সাজুগুজু করিয়ে পাণ্ডা বানানোয় ব্যাপক বিতর্ক তৈরি হয় সে দেশে। পান্ডা ক্যাফেটি চেংডুতে অবস্থিত।
www.ndtv.com/bengali