Bengali | Edited by Indrani Halder | Monday November 4, 2019
রবিবার দূষণের জেরে (Delhi pollution) রীতিমতো ধুঁকছিল রাজধানী দিল্লি, সেদিনও সেখানে ছট পুজোয় উৎসাহী ভক্তরা যমনা নদীতে নেমে পুজো অর্চনা (Chhath Puja) করেছেন । দিল্লিতে তার বায়ুমানের সূচক তিন বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছলেও তারই মধ্যে ছট পুজোর সমাপ্তি উপলক্ষে কয়েক হাজার ভক্ত ওই (Yamuna) নদীর তীরে প্রার্থনা করেন। এমনকি রবিবার ভোরে পুরুষরা ধুতি পরে এবং মহিলারা নতুন শাড়ি পড়ে দূষিত জলে ভাসমান সাদা ফেনার মধ্যে নেমে গিয়েছিলেন।
www.ndtv.com/bengali