Bengali | Edited by Indrani Halder | Monday January 13, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মারাঠা বীর যোদ্ধা ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji) সঙ্গে তুলনা করে প্রকাশিত হল বই, আর সেই বই ঘিরে তুমুল বিতর্ক শুরু হল মহারাষ্ট্র তথা গোটা দেশে। "আজ কে শিবাজি: নরেন্দ্র মোদি" শিরোনামে বিজেপি নেতা জয় ভগবান গয়াল এই বইটি লেখেন এবং বইটি প্রকাশ করা হয় দিল্লি বিজেপির আয়োজনে একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে । এরপরেই এই তুলনা নিয়ে রীতিমতো ক্ষোভ আছড়ে পড়ে মহারাষ্ট্রে। কংগ্রেস, শিবসেনা (Shiv Sena) এবং শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি জোটের মহারাষ্ট্র সরকারও গর্জে ওঠে এর বিরুদ্ধে।
www.ndtv.com/bengali