Bengali | Edited By Debanish Achom | Friday November 9, 2018
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দুজনেই এখন ছত্তিশগড়ে।প্রথম দফার ভোটের অব্যবহিত আগে ছত্তিশগড়ের প্রচারে গিয়ে ঝড় তুললেন দুই নেতা। কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী , শুক্রবার ছত্তিসগড়ের কাঁকের সভায় নিজের বক্তব্য রেখেছেন। এই ৱ্যালিতে প্রধানমন্ত্রী বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা করেছেন তিনি। এই সভায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার বেশ কিছু বন্ধুদের প্রায় তিন লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করেছেন, কিন্তু কৃষকদের জন্য কিছুই করেননি। তিনি বলেন, নীরব মোদী, বিজয় মালিয়া, মেহুল চোস্কি দেশের অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছে। বিজয় মালিয়া দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রী অরুন জেটলির সাথে দেখা পর্যন্ত করে গেছে। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী নোটবন্দি করে দেশের মানুষদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। অন্যদিকে মোদী বলেন ‘ সব কা সাথ সব কা বিকাশ’- এর কথা।
www.ndtv.com/bengali