Bengali | NDTV | Tuesday November 20, 2018
এক লক্ষ নিরাপত্তা কর্মী, প্রচুর হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্যে নজরদারির মাধ্যমে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের (Chhattisgarh Assembly Elections) ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আজ। সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ ।প্রথম পর্বে মাও প্রভাবিত ১৮টি আসনে ভোট হয়েছিল। প্রথম দিকে তেমন ভোট না পড়লেও বেলা বাড়তেই বদলাতে থাকে ভোট চিত্র। শেষমেশ ৭৬. ২৮ শতাংশ ভোট পড়েছিল। আর আজ ভোট দিচ্ছেন ৭২টি আসনের দেড কোটি ভোটার। মোট ১৯ হাজার বুথে ভোট নেওয়া হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
www.ndtv.com/bengali