Bengali | Reported by A Vaidyanathan, Edited by Biswadip Dey | Friday January 24, 2020
কেন্দ্রীয় বাজেটের (Union Budget) আর দিনকয়েক বাকি। তার আগে শুক্রবার দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে (Chief Justice SA Bobde) কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন, দেশের নাগরিকদের উপরে করের (Excessive Tax) বোঝা কমানোর। পাশাপাশি দেশের সর্বাঙ্গীন উন্নতি নিশ্চিত করারও আবেদন রাখলেন তিনি। আয়কর আপিল ট্রাইব্যুনাল-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে এসে একথা জানান তিনি। তিনি বলেন, অতিরিক্ত করকে এক ধরনের সামাজিত অন্যায় হিসেবে দেখা যেতে পারে। প্রধান বিচারপতি বলেন, ‘‘কর ফাঁকি দেওয়া যেমন সহনাগরিকদের প্রতি অন্যায়, তেমনই স্বেচ্ছাচারী বা অতিরিক্ত কর সরকারের সামাজিক অন্যায়।''
www.ndtv.com/bengali