Bengali | Edited by Indrani Halder | Friday September 27, 2019
৬০-এরও বেশি শিশুমৃত্যুর কারণে অভিযুক্ত চিকিৎসককে রীতিমতো ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের ঘাটতির কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেই সময় অভিযোগ ওঠে হাসপাতালেরই এক চিকিৎসক ডঃ কাফিল খানের কর্তব্যে গাফিলতির ফলেই ওই সাংঘাতিক ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুমৃত্যুর (UP Child Death) অভিযোগে তাঁর গাফিলতির জন্য ওই চিকিৎসককে (Kafeel Khan) সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে তিনি গ্রেফতার হয়ে জেলও খাটেন। গঙ্গা দিয়ে এত জল গড়ানোর পর যোগী সরকারের একটি রিপোর্টে ওই চিকিৎসককে সমস্ত বড় অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali