Bengali | Reported by Nidhi Razdan; Edited by Abhinav Bhatt | Friday February 15, 2019
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলার ঘটনায় ৪০ জন সিআরপিএফ জওযান শহিদ হওয়ার পরদিনই পি-5 দেশগুলির সঙ্গে কথা বলা শুরু করল ভারত।জাপান এবং ইউরোপিয় দেশগুলির সঙ্গে সন্ত্রাসবাদকে প্রশয় দেওয়ায় পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরতে শুরু করেছে ভারত, সূত্রের মাধ্যমে এমনই জানতে পেরেছে এনডিটিভি।পি-5 দেশগুলিতে রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁছ সদস্য, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স এবং চিন।
www.ndtv.com/bengali