Bengali | NDTV | Tuesday November 6, 2018
গতকাল লাহোরের গুলবার্গ থেকে ছেড়েছে বাস। গন্তব্যে পৌঁছবে প্রায় 30 ঘণ্টা বাদে। পথে পাক অধিকৃত কাশ্মীরের কয়েকটি এলাকা পড়বে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার কয়েকদিন আগেই বলেছেন, তথাকথিত চিন পাকিস্তানের অর্থনৈতিক করিডর দিয়ে বাস চলানোর তীব্র বিরোধিতা করছে ভারত। এর আগে কথা ছিল 3 তারিখ চালু হবে বাস পরিষেবা। পরে তা বদলে হয় সোমবার।
www.ndtv.com/bengali