Bengali | Edited by Indrani Halder | Saturday August 22, 2020
চিনের সঙ্গে ভারতের সম্পর্কের চাপানউতোর প্রভাব ফেললো বন্দে ভারত প্রকল্পেও। শুক্রবারই কেন্দ্রীয় রেলমন্ত্রক (Indian Railways) এক টুইটে জানিয়েছে যে, ভারত ৪৪ টি সেমি-হাইস্পিড "বন্দে ভারত" ট্রেন (Vande Bharat Trains) তৈরির য়ে দরপত্র চিনকে (China Train Tender) দিয়েছিলো তা বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের জন্য নতুন করে দরপত্র হাঁকা হবে। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়েই গোটা বিষয়টাই করা হবে।
www.ndtv.com/bengali