Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday June 30, 2020
ভারতের তরফে চিনের ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করা নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাল চিন,তাদের তরফে বলা হয়েছে, তা “জাতীয় নিরাপত্তার প্রত্যাশাকে আঘাত করে” এবং বিশ্ব বাণিজ্য সংস্থার রীতি লঙ্ঘন করে। পাশাপাশি বেজিং এর তরফে আরও বলা হয়েছে, এটা সত্যই খুব উদ্বেগের। জাতীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে উদ্বেগের জন্য টিকটক, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ মোট ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। লাদাখে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের প্রাণ হারানো দু সপ্তাহ পর এবং সীমান্ত নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।
www.ndtv.com/bengali