Bengali | Edited by Biswadip Dey | Sunday January 26, 2020
নতুন চিনা রেক চালু করার পরিকল্পনা করছে কলকাতা মেট্রো। গত কয়েকদিন যাবৎ সেই রেকের মহড়া চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পুরনো রেকের পরিবর্তে ওই রেক আনার পরিকল্পনা করা হচ্ছে। গত বছর পেরুম্বুরের ইন্টিগ্রাল কোচ কারখানায় নির্মিত ৫টি নতুন রেক চালু হয়েছে। প্রতিদিন তাতে ২২ থেকে ২৪টি করে ট্রেন চালানো হচ্ছে। জানা গিয়েছে, মেট্রো কর্তৃপক্ষ ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত রেক অর্ডার করেছে বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে। এর মধ্যে ১৬টি আইসিএফ-এর। ১৪টি চিনা সংস্থা ‘সিএনআর ডালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানি’-র। এবংবাকিগুলিও অন্য চিনা সংস্থা ‘সিআরআরসি ঝুঝৌ লোকোমোটিভ কোম্পানি’-র। চিনা সংস্থা ‘ডালিয়ান’-এর তরফে রেক ডেলিভারি করা শুরু হয়েছে। প্রথম রেকটি গত বছরের শেষ দিকে এসে গিয়েছে।
www.ndtv.com/bengali