Bengali | Indrani Halder | Friday September 20, 2019
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইন কলেজের এক ছাত্রীর আনা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দের (Chinmayanand Arrested) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজই(শুক্রবার) তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাঁচ দিন আগে ওই নির্যাতিতা আদালতের সামনে গিয়ে তাঁর বয়ান দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন যে কলেজে ভর্তি হওয়ার পর এক বছর ধরে তাঁর উপর যৌন নির্যাতন চালাতেন চিন্ময়ানন্দ (Chinmayanand) এমনকী ব্ল্যাকমেলও করা হত নির্যাতিতাকে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।
www.ndtv.com/bengali